বিকাশ ঘোষ, নিজস্ব প্রতিবেদক ॥
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীনের নির্দেশে মাদক র্নিমূল করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বীরগঞ্জ থানা পুলিশ।
এএসআই মঞ্জুরুল ইসলামের গোপন সংবাদের ভিত্তিতে রোববারজ রাতে এসআই এরশাদের নেতৃত্বে এসআই নিমাই, এএসআই মিজান ও সঙ্গীয় ফোর্স সহ পৌরশহরের বলাকামোড় নামক স্থানে মান্নানের খড়ির দোকানের সামনে থেকে উপজেলার মরিচা ইউনিয়নের চক মহাদেবপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২), নিজপাড়া ইউনিয়নের দারিয়াপুর শীতলাই ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ ফুশিয়ার রহমানের ছেলে মোঃ রুবেল রানা (২৭) ও মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মোঃ মানিক ইসলাম (২৫) কে ১০ বোতল ফেন্সিডিল ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেল সহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। এব্যাপারে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ২৩ তারিখ ২৫/৮/২০১৯, ২৫ বি, ধারা মোতাবেক।