বিকাশ ঘোষ, স্টাফ রিপোর্টার॥ বৃহস্পতিবার সকালে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালনে উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ ও শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন আলী, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির। উক্ত র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।