মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার।।
১০ আগষ্ট, ১৯ শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পৌর শহরে মশক নিধন ঔষধ প্রদানের জন্য পৌর কাউন্সিলরদের মাঝে ঔষধ ও স্প্রে মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
” পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ” নিজ শহর, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার রাখতে সহায়তা করি – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ-সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু এবং সাংবাদিকবৃন্দ সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
আলোচনা শেষে প্রেসক্লাব চত্বরে পৌর শহরে মশক নিধন ঔষধ প্রদানের জন্য পৌর কাউন্সিলরদের মাঝে ঔষধ ও স্প্রে মেশিন প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।