ফাইদুল ইসলাম,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের বিরুদ্ধে অন্যায় ভাবে সাহাবদ্দীন নামে এক যুবককে থাপ্পর মারার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাহাবুদ্দিন গত ২৫-জুলাই পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। সাহাবদ্দীন ৮নং ওয়ার্ডের মহাদেবপুর এলাকার ইউনুস আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৯জুলাই শুক্রবার রাত্রে ১০টায় সাহাবদ্দীন চন্দরিয়া স্কুল বাজারে মতিউর রহমানের ঔষধের দোকানে ঔষধ ক্রয় করতে গেলে ইউপি সদস্য লুৎফর রহমান পূর্ব শত্রুতার জেরে আকস্মিক ভাবে সাহাবদ্দীনের বাম গালে থাপ্পর মারে এতে সাহাবদ্দীনের শ্রবণের সর্মস্যা হয়েছে। বর্তমানে সে কানের শ্রবনের সমস্যায় ভুগেছেন। এ ব্যাপারে ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, এক সালিশের জন্য আমার বিষয়ে সে খারাপ খারাপ কথা বলছিল। তাই এরকম ঠেলা হাপজা হয়। তবে মারামারি হয়নি।এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, অভিযোগ পেয়েছি সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।