স্টাফ রিপোর্টার ॥ বুধবার জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশন পরিচালিত কেয়ার নাসিং কলেজসহ সকল প্রতিষ্ঠান সমূহ একসাথে একযোগে দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা এবং মসক নিধন ঝটিকা কর্মসূচী পালন করে। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল কবীর, নির্বাহী সদস্য খালেকুজ্জামান নান্নু, রেজিনা ইসলাম, আবু তাহের আবু, নাজমা মশির, আজীবন সদস্য গোলাম রশিদ রোকেট, হাসপাতাল সুপার ডাঃ সুধা রঞ্জন রায়, চীফ কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ আব্দুল আল মঞ্জুর, কনসালটেন্ট ডাঃ আব্দুল হামিদ, কেয়ার নার্সিং কলেজ এর অধ্যক্ষ ড. মোছাঃ রেজিনা খাতুন, প্রভাষক জাকিয়া খাতুন, হনুফা বেগম, সজিব আল রেজা, সাবিতা রানী অধিকারী, নাজনিন বেগম, মৌরি রায়, অফিস প্রধান সহকারী মোঃ শাহাজান আলীসহ সকল ছাত্র ছাত্রীবৃন্দ।